জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলায় এবং মোহাম্মদ হাসানুজ্জামানকে ঝিনাইদহ জেলা থেকে কক্সবাজার জেলা পুলিশে বদলী করা হয়েছে।
বুধবার ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেওয়া হয়।
এবিএম মাসুদ হোসেন ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর কক্সবাজার পুলিশ সুপার হিসেবে এবং একই দিনে মোহাম্মদ হাসানুজ্জামান ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এছাড়াও একই প্রজ্ঞাপনে বদলীর আদেশে
অন্যান্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদপ্তরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।