টেকনাফ হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা শিবির থেকে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৭এপ্রিল) বেলা ১১টার দিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বি-ব্লকে অভিযান চালিয়ে একই ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা মোঃ আবুল নাসের (২৭) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল অজ্ঞাত দূবৃর্ত্ত দল তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অপহৃতকে উদ্ধারের আহবান জানানো হলে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত রোহাঙ্গা ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।