সারাদেশ ব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে লামা উপজেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৭ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল রুমে এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.রেজা রশীদ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও টিকাগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।
টিকা গ্রহণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ যে, তিনি আমাদের জন্য দ্রুত টিকা সংগ্রহ করেছেন। যেখানে পৃথিবীর অনেক দেশ টিকা সংগ্রহ করতে পারেনি।
তিনি আরো বলেন,এ টিকা অনেক নিরাপদ,কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গুজবে কান দিবেন না। আসুন,সবাই টিকা গ্রহণ করি ,কোভিড-১৯ মুক্ত থাকি। বাংলাদেশকে করোনাভাইরাস মুক্ত রাখি।