সদরের খুরুশকুল তেতৈয়া দক্ষিণ পাড়ায় এক অজ্ঞাত লাশের সন্ধান মিলেছে।
স্থানীয়সূত্রে জানা যায় ৩০ আগস্ট রবিবার সকাল ৭ টার দিকে স্থানীয় তেতৈয়া দক্ষিণ পাড়ায় একটা কালভার্টের নিচে একজন অজ্ঞাত লাশ দেখতে পায় এলাকাবাসী।
স্থানীয় যুবনেতা কাজী দিদারুল আলম কক্সবাজার সদর মডেল থানাকে বিষয়টি অবহিত করলে ৯ টা ৩০ মিনিটের দিকে পুলিশ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে যায়।
স্থানীয়দের অভিমত লোকটি একজন টমটম ড্রাইভার হতে পারে এবং তার টমটম ছিনতাই করে তাকে মেরে ফেলে রেখে টমটম নিয়ে পালিয়ে পালিয়ে যেতে পারে।
লাশের পাশে একটা টমটমের চাবি পাওয়ার খবর এসেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি৷ বর্তমানে লাশটি সদর হাসপাতালের মর্গে রয়েছে মর্মে জানান।