নারীদের অধিকার ফিরিয়ে দিতে, অসহায় গরীব দুঃখী ও অবহেলিত মানুষের সেবা করার লক্ষ্যে নিজ এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন আধুনগর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন শাহিনা আক্তার।
তিনি বলেন , আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়ে নারীর অধিকার নিয়ে কাজ করবেন তিনি। এবং সকলের সহযোগীতায় অসহায় গরীব দুঃখী ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করে যাবেন বলেও জানান তিনি।
এছাড়াও মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গঠন করে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চেয়েছেন তিনি।
শাহিনা আক্তার লোহাগাড়া আধুনগর ইউনিয়নের আকবর পাড়ার আবু সুফিয়ানের স্ত্রী। এবং গারাংগিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাএ সংসদ এর সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরী (এল,এল বি অনার্স) এর বোন।