শহরের হলিডের মোড় থেকে অভিনব কৌশলে চিপসের প্যাকেটে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ২৭ লক্ষ ২১ হাজার ৭’শ টাকা মূল্যের ৯ হাজার ২শ ৩৯ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।
রবিবার ১৫ নভেম্বর রাত ৮ টায় শহরের হলিডের মোড় থেকে এসব ইয়াবা উদ্ধার করে জেলা গোয়ান্দা পুলিশ।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ার আহসান (২৪) পিতা আমির হোসেন, রাশেদুল কবির, (২৬) পিতাঃ কবির আহমদ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজার শহরে অভিনব কৌশলে চিপসের প্যাকেটে করে ইয়াবা পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ লক্ষ ২১ হাজার ৭’শ টাকা মূল্যের ৯ হাজার ২শ ৩৯ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
তারা আরো জানান, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের নয়া পাড়ার রফিকের ইয়াবার চালান বিভিন্ন জায়গায় পৌছে দেন তারা। প্রতিবারের ন্যায় এইবারও কক্সবাজার পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।