মহেশখালীর সন্তান মুহাম্মদ সাঈদ আবরার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব ইংল্যান্ড (ব্রিস্টল ল’ স্কুল) হতে সফলভাবে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করে, দি অনারেবল সোসাইটি অব গ্রেইজ ইন হতে ব্যারিস্টার-এট-ল ডিগ্রী অর্জন করেন।
ইতোপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. এবং ইউনিভার্সিটি অব লন্ডন হতে এলএল.বি. (সম্মান) ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক উর্দ্বতন পরীক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ডাঃ মোহছেনা বেগম এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ সাঈদ আসরার মালেক এর জ্যেষ্ঠ ভ্রাতা।
তারা সকলেই মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি তার এই অর্জনের জন্য মা-বাবা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ এবং দোয়াপ্রার্থী।